রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

লোগো পদ্ধতিতে ধান চাষ

  • লাস্ট আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ১০৫ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোগো পদ্ধতিতে ধান চাষ

লোগো পদ্ধতি ধান চাষের একটি আধুনিক প্রযুক্তি। এ পদ্ধতিতে প্রতি ১০ সারির মাঝে ১২ থেকে ১৬ ইঞ্চি ফাঁকা দিতে হবে অর্থাৎ একটি লাইনে ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে। এভাবে পুরো জমিতে ধানের চারা রোপণ শেষ করতে হবে। ধান গাছ বেড়ে ওঠার পর ঘাসফড়িং ও মাজরা পোকা ধানের সবচেয়ে বেশি ক্ষতি করে। সাধারণত ছায়াযুক্ত স্থানে এ ধরনের পোকা বেশি হয়। লোগো পদ্ধতিতে ধান চাষ করা হলে পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিত হলে পোকার আক্রমণ কমে। এ পদ্ধতির ব্যবহারে ফলে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ইত্যাদি পরিচর্যা করতে সুবিধা হয়, আগাছা পরিষ্কারের সময় লোগোর লাইনে পুতেঁ রাখলে জৈব সার হয়। সর্বোপরি লোগো পদ্ধতিতে ধান চাষ করলে ধানের ফলন বাড়ে। সঠিকভাবে চাষ করলে ধানের ফলন বিঘা প্রতি ৫ মণ বাড়তে পারে। তাছাড়া পোকামাকড় কম হওয়ায় কীটনাশক ব্যবহার কম করতে হয়। এতে লাভবান হওয়া যায়।

আরও পড়ুন  মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলা আজ শুরু হলো ভোলাতে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট