শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

ডালিমের গ্রে মােল্ড রােগ দমন

  • লাস্ট আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২১০ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডালিমের গ্রে মােল্ড রােগ দমন

এ রােগ দেখা দিলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় এবং ফলের উপর ছত্রাকের আস্তরণ পড়ে। এক সময় ফল পঁচে যায়।

এর প্রতিকার হল:

বাের্দো মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাকনাশক যেমন- কুপ্রাভিট ৭ গ্রাম/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

পরবর্তীতে যা যা করবেন না:

১. বাগান পরিচর্যার সময় গাছ ক্ষতিগ্রস্থ করবেন না।

পরবর্তীতে যা যা করবেনঃ

১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বােটা, রােগ বা পােকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডালপালা ছাটাই করে পরিস্কার করে দিন।

২. পরিস্কার করার পর একটি কপার ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরাে গাছ ভালভাবে স্প্রে করুন।

৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

আরও পড়ুন  মরিচের ফলছিদ্রকারি পোকা দমন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট