শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

কাকরােলের ফলছিদ্রকারি পােকা দমন

  • লাস্ট আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১৭৪ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাকরােলের ফলছিদ্রকারি পােকা দমন

লক্ষণ

পােকার কীড়া কচি ফল ও ডগা ছিদ্র করে ও ভিতরে কুরে কুরে খায়। এরা ফলের কুঁড়িও খায়।

প্রতিকার

•ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা।
* আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করা
• চারা রােপনের ১৫ দিন পর থেকে ক্ষেত ঘন ঘন পর্যাবেক্ষন করা।
• জৈব বালাইনাশক ব্যবহার যেমন নিমবিসিডিন ৩ মিঃলিঃ । লিটার  হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। শতকরা ১০ ভাগের বেশি ক্ষতি হলে যে কোন একটি বালাইনাশক ব্যবহার করা।

যেমন রিপকর্ড ১ মিঃলিঃ বা ডেসিস ০.৫মিলি বা ফাসটেক ০.৫ মিঃলিঃ বা সাবক্রণ-২ মিঃলিঃ বা সুমিথিয়ন-২ মিঃলিঃ বা ডায়াজিনন ২ মিঃলিঃ /লিটার হারে পানিতে মিশিয়ে স্পে করা।

পরবর্তীতে  যা করবেন না।

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।

পরবর্তীতে যা যা করবেন

১. আগাম বীজ বপন করা
২. সুষম সার 8 ব্যবহার করা

আরও পড়ুন  কলার পাতা ও ফলের বিটল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট