মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

সূর্যমুখীর জেসিড পােকা দমন পদ্ধতি

  • লাস্ট আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৬৪ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সূর্যমুখীর জেসিড পােকা দমন পদ্ধতি

আজকের কৃষিতে আজকে আমরা আলোচনা করবো সূর্যমুখীর জেসিড পােকা দমন পদ্ধতি নিয়ে। মনোযোগ দিয়ে পড়ুন এবং শেয়ার করে দিন।

লক্ষণঃ

পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে। চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায়। আক্রান্ত পাতা বিবর্ণ হয়। পাতা হলুদ হতে তামা রং হয় এবং পরে শুকিয়ে যায়।

প্রতিকারঃ

১.হাত জাল দ্বারা পােকা সংগ্রহ।
২.পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ।
৩.ফাঁদ শস্য যেমন সূর্যমুখীর ক্ষেতের চারদিকে বেগুন লাগানাে।
৪.আক্রান্ত গাছে ছাই ছিটানাে।
৫.০.৫% ঘনত্বের সাবান পানি দিয়ে স্প্রে করতে হবে।

পরবর্তীতে যা যা করবেনঃ

১. আগাম বীজ বপন করা,
২. সুষম সার ব্যবহার করা,
৩. সঠিক দুরত্বে চারা রােপন করুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের কাছে।

আরও পড়ুন  চালকুমড়ার কাঁঠালে পােকা দমন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট