আজ শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের কৃষি ক্ষেতে যেতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কৃষি ক্ষেতে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদেরকে কৃষি ক্ষেতে যেতে হবে। কারণ তারা জানে না ধান গাছ দিয়ে কী হয়, তক্তা না অন্য কিছু।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে নিজ হাতে ধানগাছ লাগাতে হবে। কিভাবে কৃষি কাজ হয় সেটা তাদের জানতে হবে। এ জন্য প্রাকটিক্যাল নম্বর দিতে হবে। এতে করে কৃষকের প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে। কাদা মাখা পায়ে সালাম করতে আর তারা দ্বিধা করবে না।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অর্থনীতির মূল উপাদান কৃষি। কৃষির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। পাট থেকে ৩৬ ধরনের পণ্য উৎপাদন হয়। আর এই সোনালী ফসল পাটকে ধ্বংস করেছে বিএনপি। এই পাট নিয়ে এতো সংগ্রাম, যুদ্ধ। এটাকেই তারা ধ্বংস করেছে। আমরা আবার পাটকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি।

কৃষিকে বাদ দিয়ে শিল্পে যাওয়া যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পে যেতে হলে কৃষিতে অনেক ভাল অবদান রাখতে হয়। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য বিশেষ অর্থনেতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে।

কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আমরাই প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও বেশি আধুনিক করা যায়।

সোর্স- ভোরের কাগজ।

আরও পড়ুন   ছাদে ’মাছ ও সবজির সমন্বিত চাষ’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

Comments are closed.

© All rights reserved © 2014 Ajkerkrishi.com
Developed By One Planet Web