ভুট্টার লেদা পোকা
পোকা আক্রমণের লক্ষণঃ
এরা পাতা কেটে কেটে খায় । কীড়া ও পূর্ণবয়স্ক উভয়ই পাতায় পাশ থেকে খেতে থাকে ।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. উত্তমরুপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন।
২. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন
আক্রমণের পর করণীয়ঃ
* আলোর ফাঁদের সাহায্যে পূর্নবয়স্ক মথ ধরে মেরে ফেলতে হবে;
* পাখির পোকা খাওয়ার জন্য ডালপালা পুঁতে দিয়ে ও এদের সংখ্যা কমানো যায়;
* শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে কীটনাশক প্রয়োগ করতে হবে । এ পোকার জন্য অনুমোদিত কোন কীটনাশক নেই।
* তবে ভুট্রার কাটু্ই পোকার জন্য ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ক্যারাটে ২.৫ ইসি (এপি-২৬৩) ১০০.৫ মিলি হারে এবং তামাকের জন্য অসফেনকার্ব (বিপিএমসি) গ্রুপের কিলার ৫০ ইসি (এপি-৩৮৭) প্রতি বিঘা জমির জন্য ১৩৪ মিলি হারে প্রয়োগ করতে বলা হয়েছে।