সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

চীনার উৎপাদন প্রযুক্তি

  • লাস্ট আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ১৪৪ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চীনার উৎপাদন প্রযুক্তি

মাটি

পানি জমে না এমন বেলে দোআঁশ মাটি চীনা চাষের জন্য বেশ উপযোগী।

বপনের সময়

মধ্য-কার্তিক থেকে পৌষ মাস (নভেম্বর থেকে মধ্য-জানুয়ারি)।

বীজের হার

চীনা বীজ ছিটিয়ে এবং সারিতে উভয় পদ্ধতিতেই বোনা যায়। ছিটিয়ে বুনলে হেক্টরপ্রতি ২০ কেজি এবং সারিতে বুনলে ১৮ কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বীজ বুনলে ২ সারির মাঝে দূরতব হবে ২০-৩০ সেমি। সারিতে চারা গজানোর পর ৬-৮ সেমি দূরতব একটি করে চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে।

সারের পরিমাণ

সাধারণত অনুর্বর জমিতে চীনার চাষ করা হলেও সার প্রয়োগ করে ফলন বাড়নো যায়। চীনা চাষের জন্য হেক্টরপ্রতি নিমণরূপ হারে সার প্রয়োক করা যায়।

সারের নাম সারের পরিমাণ/হেক্টর
ইউরিয়া ৮০-১০০ কেজি
টিএসপি ৬৫-৭৫ কেজি
এমপি ৩০-৪০ কেজি

সার প্রয়োগ পদ্ধতি

সেচবিহীন চাষে সম্পূর্ণ সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু সেচের ব্যবস্থা থাকলে শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া এবং সবটুকু টিএসপি ও এমপি সার প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ৩৫-৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।

পানি সেচ

মাটিতে রসের অভাব হলে ১-২টি হালকা সেচ দেওয়া যেতে পারে।

সংগ্রহ

শীষ খড়ের রং ধারণ করলে তখন বুঝতে হবে ফসল কাটার সময় হয়েছে।

আরও পড়ুন  কোরবানির পশু কিনতে মানুষ যায় এখন খামারে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট