কলার পাতা ও ফলের বিটল সমস্যা
পোকা আক্রমণের লক্ষণঃ
এর আক্রমণে পাতার ও ফলের উপর সরু লম্বা দাগ পড়ে। এর আক্রমণে ফলের খাদ্যমান ও উৎপাদন তেমন ব্যহত হয়না কিন্তু বাজার মূল্য কিছুটা কমে যায়।
পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. আগাছা পরিষ্কার রাখা;
আক্রমণের পর করণীয়ঃ
১. আক্রান্ত পাতা কেটে নষ্ট করা বা পুড়ে ফেলা।
২. বাগানে আঠাযুক্ত বোর্ড স্থাপন করা।
৩. বাগানে আলোর ফাঁদ স্থাপন করা।
৪. আক্রান্ত গাছে ৫ গ্রাম সাবানের গুড়া প্রতি লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে ২ দিন পাতার নিচ দিয়ে স্প্রে করা।
৫. ইমিডাক্লোরোপ্রিড ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা