রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

লিচুর ফল ফেটে যাওয়া সমস্যা

  • লাস্ট আপডেট : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ১২০ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিকার :
দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটিতে বোরন বা ক্যালসিয়ামের ঘাটতি হলেও লিচু ফেটে যেতে পারে । এর ব্যবস্থাপনা হল:
১. খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া
২. গুটি বাধার পরপরই সলুবর বোরণ ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ৩ বার স্প্রে করা
৩. বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।
৪. প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা।
৫. পর্যাপ্ত জৈব সার প্রয়োহ করা।

আরও পড়ুন  লিচুর ফল ছিদ্রকারী পোকা দমন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট