আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
কোন গবাদি পশু যদি কোন দূর্ঘটনায় পড়ে তবে প্রাথমিক কিছু চিকিৎসার কথা আজকে আলোচনা করা হলে।
পশু কোন সময় হঠাৎ পড়ে গেলে, অন্য পশুর সাথে লড়াই করলে অথবা চলন্ত বা স্থির বস্তুতে আঘাত প্রাপ্ত হলে, পুড়ে গেলে দূর্ঘটনা আবস্থার সৃষ্টি হয়। তবে সেই ক্ষেত্রে রক্তপাত হয়, তাতে অতি সত্বর রক্তপাত বন্ধ করতে হবে।
আক্রান্তের কারণ জ্ঞাত হবে
প্রানীকে আক্রান্তের স্থান থেকে তাড়াতাড়ি সড়ানো
রক্তপাত হলে তা দ্রুত বন্ধ করা
শারীরিক উত্তাপ কমে গেলে, তা বৃদ্ধির ব্যবস্থা করা
প্রানীকে স্বাভাবিক অবস্থায় রাখার ব্যবস্থা করা
ক্ষত হলে তা ব্যান্ডেজ বা গজ দ্বারা ঢেকে রাখা
প্রচুর মুক্ত বাতাসের ব্যবস্থা করা