শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

অর্কিডের পাতার দাগ রােগ দমন পদ্ধতি

  • লাস্ট আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৬৫ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্কিডের পাতার দাগ রােগ দমন পদ্ধতি

অর্কিডের পাতার দাগ রােগ 

আজকের কৃষিতে অনেলেই ফুলের নানাবিধ সমস্যা নিয়ে ইনবক্স করে থাকেন তাই আমরা আজ আলোচনা করবো অর্কিডের পাতার দাগ রােগ দমন পদ্ধতি নিয়ে এবং এ রোগটি দমনে কি করণীয় তা নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন এবং শেয়ার করে দিন।

এ রােগের আক্রমণে পাতায় কালো দাগ দেখা যায়। পাতার গােড়া থেকে দাগ শুরু হতে থাকে। এর নানাবিধ সমাধান রয়েছে তা নিয়ে আমরা নিম্নে আলোচনা করেছি মনোযোগ দিয়ে পড়ুন।

অর্প্রকিডের পাতার দাগ রোগের প্রতিকার হলোঃ

১. আক্রান্ত পাতা অপসারণ করা।

২.বাগানে পানি সেচ নিয়ন্ত্রণ করে পাতা কম ভেজা রাখা।

৩. মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক

যেমন: পেনকোজেব ২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

আজকের আর্ভাটিকেল টি লাগলে অন্য আগ্রহী বন্ধুদের কাছে শেয়ার করে দিন। 

আরও পড়ুন  জামের পাতা মোড়ানো পোকা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট