শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

আমের মুকুল বিকৃতি রোগ দমন

  • লাস্ট আপডেট : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ১০৮ টাইম ভিউ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এ রোগের আক্রমনণ গাছের শাখার মাথায় গুচ্ছ মুকুল বের হয়। অনেক সময় এত ঘন হয়ে মুকুল বের হয় যে মুকুল থেকে কোন ফল হয়না।
প্রতিকার হল:
১. আক্রান্ত ডাল বা মুকুল অপসারণ করা ২. ৫০% মুকুল আপসারণ করলে অনেক সময় বাকি মুকুলগুলোতে ফল ধরে।
২. ল্যাফথলিন ২.৫ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ।

পরবর্তীতে যা যা করবেন না
১. বাগান অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন
০. মুকুলে বিকৃতি রোগ হয় এমন গাছে মুকুল আসার ৩ মাস আগে ন্যাপথালিক এসিটিক এসিড শতকরা ০.০২ ভাগ হারে স্প্রে করুন।
১. সহনশীল জাত যেমনঃ বারি আম ১, বারি আম ২ , ল্যাংড়া, ফজলী ইত্যাদি জাতের চাষ করুন। ১.১. ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন
২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

আরও পড়ুন  লেটুসের ফ্লি বিটল পোকা দমন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
একই রকম পোস্ট